• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২৩, ১১:১০ এএম
মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ঢাকা : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মতো নিজেদের ক্রিকেট ইতিহাসে এক বর্ষপঞ্জিতে ৫০ ম্যাচ খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

বুধবার (২৭ ডিসেম্বর) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশের। এই সিরিজের সবগুলো ম্যাচ খেললেই, প্রথমবারের মতো এক বর্ষপঞ্জিতে ৫০ ম্যাচ খেলার নজির গড়বে টাইগাররা।

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে চলতি বছরে এরই মধ্যে ৪ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টিসহ মোট ৪৭ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবারই এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এর আগে, ২০২১ ও ২০২২ সালে বছরে ৪৬ ম্যাচ খেলার নজির গড়েছিল টাইগাররা। চলতি বছরে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

এর আগে, ২০০৮ সালে ৯ টেস্ট, ২৬ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে সর্বমোট ৩৭ ম্যাচ খেলে টাইগাররা। ২০১০ সালে আবারও ৩৭ ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে ৪৪ ম্যাচে অংশ নিয়েছিল টাইগাররা। পরবর্তীতে ২০২১ ও ২০২২ সালে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়ে তারা। চলতি বছরে আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।

এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড ভারতের দখলে। ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৭১ ম্যাচ খেলেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ ম্যাচ খেলার রেকর্ডও ভারতের দখলে। সেটি চলতি বছরই করেছে তারা। তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার মালিক অস্ট্রেলিয়া। ২০০৯ সালে ৬১ ম্যাচ খেলতে নেমেছিল অজিরা।

এমটিআই

 

Wordbridge School
Link copied!