• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

টানা দ্বিতীয় ম্যাচে শূন্য লিটনের, ভাগ্যের সহায়তায় এগোচ্ছেন শান্ত


ক্রীড়া ডেস্ক মার্চ ১৫, ২০২৪, ০৩:২২ পিএম
টানা দ্বিতীয় ম্যাচে শূন্য লিটনের, ভাগ্যের সহায়তায় এগোচ্ছেন শান্ত

ঢাকা: সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। লিটন ফিরেছেন শুরুতেই। অষ্টম ওভারে ৫০ পূর্ণ হলো বাংলাদেশের। 

ভাগ্যের ছোঁয়া পেয়ে যাচ্ছেন নাজমুল। কুমারার শর্ট বলে টপ-এজড হয়েছিলেন, কিন্তু তা গেছে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে। লিয়ানাগের শর্ট বলে আবার তুলেছিলেন ক্যাচ, ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ পর্যন্ত পৌঁছায়নি সেটি। 

লিটন শুরুতে ফেরার চাপটা অবশ্য অনেকটাই সামাল দিয়ে এনেছেন নাজমুল ও সৌম্য। প্রথম পাওয়ারপ্লেতে শুরুটা তাই ভালোই হয়েছে। দুজনই এখন থিতু।

সর্বশেষ ৩ ওভারে সৌম্য মেরেছেন ৪টি চার। লাহিরু কুমারার পর আরেক প্রান্তে জানিত লিয়ানাগাকে এনেছেন কুশল মেন্ডিস। তাকেও কাভার ড্রাইভে চার মেরেছেন সৌম্য, তাতেই ৫০ পূর্ণ হয়েছে দল ও জুটির। লিয়ানাগে অবশ্য দ্বিতীয় বলে চার খাওয়ার পর আর রান দেননি এ ওভারে। 

বাংলাদেশের স্কোর ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৩ রান। শান্ত ৩৪ আর সৌম্য ২৭ রান করে অপরাজিত।

প্রথম ৫টি চারের সবকটিই মেরেছিলেন নাজমুল। ৪টিই মাদুশানের বলে। এ ডানহাতি পেসারের তৃতীয় ওভারে চার হলো দুটি, এবার মেরেছেন সৌম্য সরকার। 

কাভার দিয়ে খেলার পর থ্রু দ্য লাইনে দারুণ দুটি শট খেলেছেন সৌম্য। মাদুশান লাইন-লেংথ ঠিক করে উঠতে পারেননি, মাশুলও দিয়েছেন। প্রথম ৩ ওভারে গুণেছেন ৩১ রান। 

এআর

Wordbridge School
Link copied!