• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

পাইলট আসিম জাওয়াদের স্মরণে ক্রিকেট ম্যাচে এক মিনিট নীরবতা


স্পোর্টস ডেস্ক মে ১০, ২০২৪, ০৭:৩৩ পিএম
পাইলট আসিম জাওয়াদের স্মরণে ক্রিকেট ম্যাচে এক মিনিট নীরবতা

ঢাকা: চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের বৈমানিক স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয় বৃহস্পতিবার। শুক্রবার (১০ মে) তার মৃত্যুতে শোক জানিয়ে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের সম্মানে মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে বিসিবি।’

এর আগে বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ উড়োজাহাজে আগুন লাগার পর দুজন বৈমানিক প্যারাস্যুট দিয়ে নেমে আসেন। সে সময় কর্ণফুলী নদী থেকে তাদের উদ্ধার করে বিএনএস পতেঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়। তবে আহত উইং কমান্ডার সুহান জহুরুল এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!