ঢাকা : সিরিজের জয়ের মিশনে টস জিতে আফগানিস্তানের বিপক্ষে বোলিং করবে বাংলাদেশ।
শারজায় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই ম্যাচে একাদশে এসেছে দুটি পরিবর্তন। নেই তানজিম সাকিব আর তাসকিন আহমেদ। ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন আর শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যাটিং ধসের পরও আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।







































