• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আশা জাগিয়ে ফিরলেন সাব্বির রহমান


ক্রীড়া প্রতিবেদক জুন ১৫, ২০১৭, ০৪:১৯ পিএম
আশা জাগিয়ে ফিরলেন সাব্বির রহমান

ঢাকা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠার লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে বাজে সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ওভারেই সাঝঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। দুর্দান্ত শুরুর পর বাজে শট খেলে ফিরেছেন সাব্বির। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে লাল সবুজের দল। তামিম ইকবাল ৯ এবং মুশফিকুর রহীম ১২ নিয়ে অপরাজিত আছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) বার্মিংহামের এজবাস্টনে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ১০ মিনিট পরে শুরু হয় খেলা। ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় টাইগাররা। ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়েছেন সৌম্য সরকার। শূণ্য হাতেই ফিরেছেন এই ওপেনার।

সৌম্যর বিদায়ের পর দারুন খেলছিলেন সাব্বির রহমান। তার ব্যাটে স্বপ্ন দেখা শুরু করেছিল টাইগার সমর্থকরা। কিন্তু বাজে শট খেলে আউট হয়েছেন তিনিও। ভুবনেশ্বর কুমারের বলে জাদেজার হাতে ধরা পড়ে বিদায় নেয়ার আগে ২১ বলে ১৯ রান করেন সাব্বির।

ফাইনালে উঠার লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চার স্পেশালিস্ট পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। পরিবর্তন আসেনি ভারতের একাদশেও।

ক্রিকেট বিশ্বের শীর্ষ র‌্যাংকের আটটি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে পরাজিত হওয়া ভারতীয়রা দুর্দান্ত প্রতাপে শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। পক্ষান্তরে কার্ডিফে সাকিব-মাহমুদুল্লাহর রেকর্ড পার্টনাশীপে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত আইসিসি আয়োজিত কোন টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সেমিতে উপমহাদেশের দু’টি দল হওয়ায় এই ম্যাচটি এশিয়ার মধ্যে সর্বাধিক দর্শকের মনোযোগ আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এজবাস্টনের এ মাঠেই নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। এরপর প্রোটিয়াদের বিপক্ষেও বড় জয় পায় কোহলির নেতৃত্বাধীন দলটি। ভারতীয় বোলিংয়ের সামনে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে কোহলির অপরাজিত ৭৬ রানের সুবাদে ১২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া।

এদিকে বাংলাদেশ বোলিংয়ে দারুণ সফলতা প্রদর্শন করেছে। বিশেষ করে কার্ডিফে বোলাররা নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আটকে রাখার পাশাপাশি আট উইকেট তুলে নিয়ে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। এরপর মাত্র ৩৩ রানে চার উইকেট হারানোর পরও টাইগাররা দারুন একটি জয় নিয়ে মাঠ ছেড়েছে। এরপর এজবাস্টনে ইংলিশরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে শেষ চারে অংশগ্রহণের নিশ্চিয়তা লাভ করে বাংলাদেশ।

এ পর্যন্ত ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত ও বাংলাদেশ। তন্মধ্যে ভারত ২৬টি এবং বাংলাদেশ ৫টিতে জয় পেয়েছে। একটি ম্যাচে কোন ফলাফল আসেনি।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহদে, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান

ভারতীয় একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!