• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মালানের সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৪, ২০১৭, ০৬:০৬ পিএম
মালানের সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের

ঢাকা: অনবদ্য সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনটি নিজের করে রাখলেন ইংল্যান্ডের বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড মালান। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে অপরাজিত ১১০ রান করেন তিনি। ফলে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০৫ রান করতে পারে ইংলিশরা। মালানের সেঞ্চুরির সাথে ইংল্যান্ডের হয়ে জোড়া হাফ-সেঞ্চুরি করেছেন ওপেনার মার্ক স্টোনম্যান ও উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। স্টোনম্যান ৫৬ রানে ফিরলেও ৭৫ রান নিয়ে মালানের সাথে অপরাজিত আছেন বেয়ারস্টো।

প্রথম দুই টেস্ট হারের স্বাদ নিয়ে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। এ ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ১৫০তম টেস্ট খেলতে নামেন সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুক। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা কুক, এ ইনিংসেও ব্যর্থ হন। মাত্র ৭ রানে ফিরেন তিনি।

দলীয় ২৬ রানে কুকের বিদায়ের পর সামনের দিকে ভালোভাবেই এগোতে থাকে ইংল্যান্ড। ওপেনার স্টোনম্যান ও জেমস ভিন্স প্রতিরোধ গড়ে তুলেন অস্ট্রেলিয়ার বোলারদের সামনে। তবে ২৬তম ওভারে স্টোনম্যান ও ভিন্সের প্রতিরোধে বাঁধা সৃষ্টি করেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। ২৫ রানে থাকা ভিন্সকে নিজের শিকার বানান তিনি।

এরপর ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে দ্রুত তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের দিকেই রাখেন প্যাট কামিন্স। ৪টি বাউন্ডারিতে দুর্দান্তভাবে শুরু করেও ২০ রানের বেশি করতে পারেননি রুট। দলনেতা ফিরে যাবার কিছুক্ষণ থামতে হয় স্টোনম্যানকেও। ১০টি চারে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫৬ রানে থামেন তিনি। কুককে শিকার করা অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক ফিরিয়েছেন স্টোনম্যানকে।

দলীয় ১৩১ রানে চতুর্থ উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড। এ অবস্থায় দলের হাল ধরেন মালান ও বেয়ারস্টো। ধৈর্য্য সহকারে নিজেদের যাত্রা শুরু করেন তারা। সময় গড়ানোর সাথে সাথে নিজেদের জুটি ও দলীয় স্কোর বড় করতে থাকেন মালান ও বেয়ারস্টো।

বিপর্যয়ের মুখে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন মালান। অষ্টম টেস্টে এসে বড় ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তিন অংকে পা দিয়েও দিন শেষে অপরাজিত আছেন মালান। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৭৪ বলে ১১০ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী বেয়ারস্টোর সংগ্রহ ৭৫।

দু’জনের অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটিতে দিন শেষে ৩ শতাধিক রান করতে পারে ইংল্যান্ড। ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে কোন টেস্টের প্রথম দিন ৩শতাধিক রান করতে পারলো ইংলিশরা। ২০০২ সালে অ্যাডিলেড টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ২৯৫ রান করেছিলো ইংল্যান্ড।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!