• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের এই যুবারা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৯, ০৫:০৩ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের এই যুবারা

ছবি: সংগৃহীত

ঢাকা: দু’টি চারদিনের, ৩টি একদিনের এবং ১টি ২০ ওভারের ম্যাচ খেলতে রোববার (২০ জানুয়ারি) বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল। ইংলিশ যুবাদের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়ার্ড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুনিয়র টাইগারদের নেতৃত্ব দিবেন আকবর আলী। সহ অধিনায়ক হিসাবে তাকে সহায়তা করবেন শামিম হোসেন।

টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের যুবাদের লড়াই। যা অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। টি-টোয়েন্টি ও ওয়ানডে শেষে দু’টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আশরাফুল ইসলাম সাইয়াম, মোহাম্মদ রিসাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি ও তানজিম হাসান সাকিব।

স্ট্যান্ডবাই: সাজিদ হোসেন সিয়াম, মিনহাজুর রহমান মোহান্না, মুজাক্ষির হুসেন, আসাদুল্লাহ হিল গালিব ও ফজলে রাব্বি।

বাংলাদেশ-ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের সূচি:
তারিখ                               ম্যাচ                                   ভেন্যু

২৫ জানুয়ারি ২০১৯             প্রস্তুতি ম্যাচ                      শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট একাডেমি, কক্সবাজার

২৭ জানুয়ারি ২০১৯              একমাত্র টি-২০                 শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার

২৯ জানুয়ারি ২০১৯             প্রথম ওয়ানডে                 শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার

৩১ জানুয়ারি ২০১৯            দ্বিতীয় ওয়ানডে                শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার

২ ফেব্রুয়ারি ২০১৯             তৃতীয় ওয়ানডে                 শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার

৭-১০ ফেব্রুয়ারি ২০১৯       প্রথম চারদিনের ম্যাচ             জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম

১৫-১৮ ফেব্রুয়ারি ২০১৯  দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ    জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!