• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইউএন’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মার্চ ১৫, ২০১৯, ০৩:৩২ পিএম
ইউএন’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার ভায়েলা মিয়াবাড়ী এলাকায় গিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

ইউএন মমতাজ বেগম জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন ভায়েলা মিয়াবাড়ী এলাকার শফিকুল ইসলামের মেয়ে ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী স্বপ্নাকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে হরিনা এলাকার শাহজাহান গাজীর ছেলে সবুজের সঙ্গে। আর শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া হয়। খাবার রান্নাও হচ্ছে।

পরে সকালে তাৎক্ষণিকভাবে ভায়েলা মিয়াবাড়ী এলাকায় প্রশাসনের লোকজন পাঠিয়ে বর ও কনে পক্ষকে ডাকা হয়। আর ডাকার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই ইউএন’র কাছে আসেন। এ সময় বাল্যবিয়ের বিষয়টি তাদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন তিনি।

এ ছাড়া পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত কোনো প্রকার বিয়ে দিবেন না বলে অঙ্গীকারও করেন বর ও কনে পক্ষের অভিভাবকরা। বাল্যবিয়ের ব্যাপারে সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন থেকে এর প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান ইউএনও।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!