• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঈদ উৎসব মেলা শুরু ২৪ জুন


বিশেষ প্রতিনিধি জুন ২০, ২০১৬, ০৩:৪৯ পিএম
ঈদ উৎসব মেলা শুরু ২৪ জুন

রাজধানীর মোহাম্মদপুরে আগামী ২৪ জুন থেকে শুরু হচ্ছে ‘ঈদ উৎসব মেলা’। ঈদ শপিংয়ের যাবতীয় পণ্য সামগ্রী কেনাকাটা করতে পারবেন দর্শনার্থীরা। পাঁচ দিনব্যাপী এ ‘ঈদ উৎসব’ যৌথভাবে আয়োজন করেছে সার্চিং ইনফিনিটি ও আইরা ইভেন্ট ম্যানেজমেন্ট।

মেলাটি মোহাম্মদপুরের তাজমহল রোডের গ্রীণল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল মাঠে ২৪ জুন থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত। মেলায় কোনও প্রবেশ ফি নেই। মেলা চলাকালিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

আয়োজকেরা জানিয়েছেন, মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল থাকবে। মেলা থেকে ঈদ শপিংয়ের বেশিরভাগ কেনাকাটাই করতে পারবেন দর্শনার্থীরা। মেলায় সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হবে। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রাখা হচ্ছে। দর্শনার্থীদের জন্য আলাদা কার পার্কিংয়েরও ব্যবস্থা থাকছে।

সার্চিং ইনফিনিটি’র ব্যবস্থাপনা পরিচালক শোয়েব খান শুভ্র সোনালীনিউজ ডটকমকে বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর মেলার জন্য যা যা করণীয় তার সবই করা হচ্ছে। পাঁচ দিনের এ আয়োজন সবার জন্য উপভোগ্য হবে এমনটাই প্রত্যাশা করছি। সার্বিক আয়োজনে কোনও ত্রু টি রাখা হবে না।

পাঁচ দিনব্যাপী এ মেলার মিডিয়া পার্টনার দেশটিভি, দৈনিক ভোরের কাগজ, রেডিও ধ্বনি এবং অনলাইন পার্টনার সোনালীনিউজ ডটকম

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি
 

Wordbridge School
Link copied!