• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কাভার্ডভ্যানে মিলল এক লাখ পিস ইয়াবা, অতঃপর ...


মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ডিসেম্বর ৭, ২০১৮, ০৪:৫৯ পিএম
কাভার্ডভ্যানে মিলল এক লাখ পিস ইয়াবা, অতঃপর ...

ছবি: সোনালীনিউজ

কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে এক কাভার্ডভ্যানে মিলল এক লাখ পিস ইয়াবা। জব্দ করা হয়েছে গাড়িটি। এবং আটক করা হয়েছে সংশ্লিষ্ট পাচারকারী যুবককে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আনুমানিক রাত ১টার দিকে স্থানীয় ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ দল এ অভিযান চালায়।

তদন্ত কেন্দ্রের এসআই সাহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান যে, বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ একটি কাভার্ড ভ্যান গাড়ি ঈদগাঁও বাসষ্টেশন এর অদূরে মেসার্স রাশেদ ফিলিং স্টেশন  এলাকায় অবস্থান করছে। সঙ্গে সঙ্গে পুলিশ দল উক্ত এলাকায় গিয়ে কাভার্ড ভ্যান গাড়িটি তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা ও গাড়িটি জব্দ করেন।

এ সময় তারা ইয়াবা পাচারে জড়িত এক যুবককে আটক করেন। তদন্ত কেন্দ্রের এসআই সনজিৎ জানান, আটক যুবক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বাসিন্দা। তিনি এ সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট যুবক ও যানবাহনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!