• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলা

‘ভীতিকর অভিজ্ঞতা’ বললেন তামিম ইকবাল


ক্রীড়া ডেস্ক মার্চ ১৫, ২০১৯, ১১:০৬ এএম
‘ভীতিকর অভিজ্ঞতা’ বললেন তামিম ইকবাল

তামিম ইকবাল

ঢাকা: নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ‘ভীতিকর অভিজ্ঞতা’ বললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য তামিম ইকবাল। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে এক মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন । ধারণা করা হচ্ছে এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

হামলার ঘটনাকে ‘ভীতিকর অভিজ্ঞতা’ বলে বর্ননা করেছেন জাতীয় ক্রিকেট দলের সদস্য তামিম ইকবাল। তিনি পুরো দলের জন্য সবার দোয়া চেয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর তামিম ইকবাল টুইটে জানান, এটা তাদের জন্য ‘ভীতিকর অভিজ্ঞতা’ ছিল, বন্দুকধারীরা সেখানে হামলা চালিয়েছিল। 

তামিম টুইটে লেখেন, ‘পুরো দল বন্দুকধারীর হামলা থেকে রক্ষা পেয়েছে। এটা ভীতিকর অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তৃতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠে লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই অনুশীলন করছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। 

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!