• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ভুটানকে উড়িয়ে জিতল বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৯:৪৪ পিএম
ভুটানকে উড়িয়ে জিতল বাংলাদেশ

ঢাকা: কাতারের কাছে হেরে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতেও সময় নেয়নি লাল-সবুজরা। ইয়েমেনের কাছে বিধ্বস্ত হওয়া ভুটানকে উড়িয়ে দিয়ে এএফসি কাপ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোররা।

এ জয়ে এখনও টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে যাওয়ার আশা টিকে থাকল রবার্ট মার্টিন রাইল্সের শিষ্যদের। শুক্রবার বাংলাদেশ সময় ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কাতারের হাজী বাবাই মার্টির স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কাতারের কাছে ০-২ গোলে হেরেছিল জনি-সাঈদরা।

দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দল ভুটানকে পেয়ে যেন প্রথম হারের ক্ষোভটাই ঝাড়ল বাংলাদেশের কিশোররা। ম্যাচের শুরু থেকেই দাপট রেখে খেলেছে লাল-সবুজরা। ম্যাচে গোলের যাত্রা করতেই যেন প্রথমার্ধ প্রায় পুরোটাই নিয়ে নেয় জনিরা। একেবারে শেষ মিনিটে সাঈদের গোলে লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মঈনের গোলে ব্যবধান দ্বিগুণ এবং এক আত্মঘাতী গোলে ব্যবধান ৩-০ করে ফেলে বাংলাদেশ। সঙ্গে টুর্নামেন্টের প্রথম জয় ও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রাইল্সের শিষ্যরা। শেষ ম্যাচ ২২ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে  বাংলাদেশ।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!