• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন শিক্ষকের (ভিডিও)


নিউজ ডেস্ক মার্চ ২২, ২০১৯, ০৬:৪৮ পিএম
শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন শিক্ষকের (ভিডিও)

ঢাকা : সম্প্রতি শিক্ষকের দ্বারা শিক্ষার্থী নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ছাত্রকে অমানুষিক অত্যাচার করছেন ওই শিক্ষক।
ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে গত ১৫ নভেম্বরে এ ঘটনাটি ঘটেছে।

আলিগড়ের একটি বাসার সিসিটিভির ক্যামেরা থেকে পাওয়া সেই ভিডিও ফুটেজটি ইতোমধ্যে দেশটিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজেদের ঘরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে নিজের সন্তানের উপর অমানুষিক অত্যাচারের প্রমাণ পান দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মা-বাবা। পরে ওই শিশুকে শরীরে ও হাতের আঙুলে ক্ষতের দাগের কারণ জানতে চায় তার বাবা-মা।

পরে শিশুটি জানায়, তার গৃহশিক্ষক তাকে মারধর করে এই অবস্থা করেছে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষকের সামনে চেয়ারে বসে আছে ওই ছাত্র। পাশে বসা গৃহশিক্ষক তাকে এক নাগাড়ে চড়-থাপ্পড় মেরে যাচ্ছেন। এর মধ্যে দ্বিতীয় শ্রেণির ছাত্রটির হাতের আঙুলও কামড়ে দেন তিনি। কখনও চুলের মুঠি, কখনও দুই কান ধরে শিশুটিকে ঝাঁকাচ্ছেন।

এখানেই শেষ নয়, এমনকি ওই শিক্ষক নিজের পকেট থেকে ধারালো কিছু বের করে স্কুল ছাত্রকে মারছেন। আবার পা থেকে জুতো খুলেও ছাত্রকে মারতে থাকেন ওই শিক্ষক। ওই শিশুকে জোর করে পানি খাওয়াচ্ছেন তার শিক্ষক। শুধু তাই নয়, হাসতেও জোর করছেন তিনি।

এ বিষয়ে আলিগড় পুলিশের কর্মকর্তা আশুতোষ দ্বিবেদী বলেছেন, সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে ওই শিক্ষকের নামে মামলা দায়ের হয়েছে। শিগগিরই ওই গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!