• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সৌম্য-লিটনের এখনই দেখিয়ে দেয়ার সময়: তামিম


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৪, ২০১৯, ০৭:৪৩ পিএম
সৌম্য-লিটনের এখনই দেখিয়ে দেয়ার সময়: তামিম

ছবি সংগৃহীত

ঢাকা: প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার পর রানে ফিরেছেন সৌম্য সরকার। সুপার লিগে পর পর দুই ম্যাচে অসাধারণ ব্যাট করেছেন। শেষ ম্যাচে তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই অনন্য এক রেকর্ডই করে বসলেন সৌম্য। লিস্ট-‘এ’ ক্রিকেটে তিনিই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান যিনি ডাবল সেঞ্চুরি তুলে নিলেন। যেটা বিশ্বকাপে যাওয়ার আগে তাঁকে দারুনভাবে স্বস্তি দিচ্ছে।

তামিম ইকবাল মনে করেন সৌম্যর এই রানে ফেরাটা তাঁকে আত্মবিশ্বাস জোগাবে। তাঁর কথায়, ‘এটা অনেক বড় অর্জন। যদিও সামনে আমরা খেলব একেবারেই ভিন্ন কন্ডিশনে, ভিন্ন বোলিং আক্রমণের বিপক্ষে। তবে রান করাটা সব সময়ই ইতিবাচক। এটা আত্মবিশ্বাস জোগায়। সে কোথায় রান করেছে এটা ব্যাপার না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে রান করেছে। ও যদি শেষ দুই ম্যাচে দুটি সেঞ্চুরির জায়গায় ১০-৫ রান করে সফরে যেত, ওর মাথায় একটু হলেও চাপ থাকত। যখন আপনি রান করবেন, তখন বুঝবেন কীভাবে রান করতে হয়। যখন কারও খারাপ সময় যায়, তখন সে ওটা ভুলে যায় কীভাবে রান করতে হয়। এটা ওর জন্য ভালো হয়েছে।’

সৌম্য ও লিটন দাস বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত, সেটা অকপটে বলে দিলেন তামিম। তাঁর মতে এই দুজন বাংলাদেশের হয়ে অনেকদিন খেলবেন,‘ ক্রিকেটে সেরা ওপেনিং জুটিগুলো দেখুন: হেইডেন-গিলক্রিস্ট, সৌরভ-শচীন, শেবাগ-শচীন। তাঁদের মধ্যে বোঝাপড়াটা ছিল অসাধারণ। যখন ওদের ম্যাচগুলো দেখবেন, আপনি মনে করবেন যে উইকেটে কী মজাটা করছে। আরেকজনের চাহিদা কী, সেটি বুঝতে পারছে। এ রকম সুযোগ আমাদের এখনো হয়নি। তবে যে দুজন (ওপেনার সৌম্য ও লিটন) বিশ্বকাপে যাচ্ছে, তারা বাংলাদেশের হয়ে আগামী ১০-১৫ বছর খেলার সামর্থ্য রাখে। ভালো করার এটাই সেরা সময় বলে মনে করি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!