• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ধোনি বনাম অশ্বিন, চমক হতে পারেন গেইল!


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৫, ২০১৮, ০২:০৩ পিএম
ধোনি বনাম অশ্বিন, চমক হতে পারেন গেইল!

ঢাকা: প্রত্যাবর্তনের মৌসুমে পরপর দুই ম্যাচ জিতে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জেতার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। 

রোববার (১৫ এপ্রিল) ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চাইবেন পাঞ্জাব অধিনায়ক। অন্য দিকে জয়ের হ্যাটট্রিকই লক্ষ্য ধোনিদের। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে আগের ম্যাচে শেষ ওভারে ১৭ রান তুলে জিতেছে চেন্নাই। সে ম্যাচেই চেন্নাই পেয়েছে তাদের নতুন নায়ক স্যাম বিলিংসকে। পাশাপাশি দুই ম্যাচেই চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ডোয়াইন ব্রাভো। পাঞ্জাবের বিরুদ্ধে এই দুই ক্রিকেটারই হয়ে উঠতে পারেন ধোনির তুরুপের তাস।

ধোনির নেতৃত্বে চলতি মৌসুমে ব্যাটিং অর্ডার বদলেছে অম্বাতি রায়ডুর। শেন ওয়াটসনের সঙ্গে ওপেন করতে নেমে দু’ম্যাচেই পাওয়ার প্লেতে দারুন ব্যাট করেছেন তিনি। তবে উরুতে চোট থাকার কারণে খেলতে দেখা যাবে না সুরেশ রায়নাকে। তার জায়গায় খেলানো হতে পারে মুরালি বিজয় অথবা দিল্লির তরুণ ব্যাটসম্যান ধ্রুব শোরেকে।

বেঙ্গালুরুর বিরুদ্ধে গত ম্যাচে হারের মূল কারণ পাঞ্জাবের ব্যাটিং বিপর্যয়। মায়াঙ্ক আগারওয়াল, যুবরাজ সিং দু’ম্যাচেই রান করতে ব্যর্থ। তবে কে এল রাহুলের পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তি বাড়াবে পাঞ্জাব অধিনায়কের। অ্যারন ফিঞ্চ আগের ম্যাচ থেকে দলে ফিরে এসেছেন। এখন চেন্নাইয়ের বিরুদ্ধে ক্রিস গেইলকে খেলিয়ে অশ্বিন কোনো চমক দেন কি না, সেটাই দেখার।

সোনালীনিউজ/আরআইবি/এআই

Wordbridge School
Link copied!