• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
পেশাজীবীদের মির্জা ফখরুল

আন্দোলন জোরদার করুন এক প্লাটফর্মে এসে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ১২:০৩ পিএম
আন্দোলন জোরদার করুন এক প্লাটফর্মে এসে

ঢাকা : বিএনপি সমর্থক পেশাজীবীদের এক প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক পেশাজীবী নেতা।

তিনি জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন। তিনি সূচনা বক্তব্য রাখেন। বৈঠকে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের কর্মকৌশল কী হওয়া উচিত, তা নিয়ে পেশাজীবী নেতারা পরামর্শমূলক বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক সদরুল আমিন, আফম ইউসুফ হায়দার, সাহিদা রফিক, তাজমেরী এ ইসলাম, ফিরোজা খাতুন, আখতার হোসেন খান, সেলিম ভুঁইয়া, চিকিৎসক আবুল কায়েস ভুঁইয়া, সিরাজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান মিয়া, একেএম আজিজুল হক, আবদুল কুদ্দুস, ডা. ফরহাদ হালিম ডোনার, ফাওয়াজ হোসেন শুভ, জাহানারা বেগম, প্রকৌশলী আনহ আখতার হোসেইন, আবদুল হালিম, রিয়াজুল ইসলাম রিজু, কৃষিবিদ ইব্রাহিম মিয়া, আনোয়ার উন নবী মজুমদার বাবলা, শামীমুর রহমান শামীম, সাংবাদিক শওকত মাহমুদ, রহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, বাকের হোসাইন, ইলিয়াস খান, কণ্ঠশিল্পী মনির খান।

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!