• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে পরাস্ত করল বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৮, ২০১৮, ১১:৫৯ এএম
ইংল্যান্ডকে পরাস্ত করল বাংলাদেশ

ঢাকা: কুইন্সটাউনে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম স্থান প্লে-অফ নির্ধারণী ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ইংলিশদের ২১৬ রান সাইফ হাসানের দল ১৫ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়েই টপকে গেছে। বরাবরের মতো ইংলিশদের বিরুদ্ধেও ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন অলরাউন্ডার আফিফ হোসেন।

গ্রুপ পর্বে এই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে হারতে হয়েছিল। আগে ব্যাট করে দলটি ৪৭.২ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যায়। মাহমুদ হাসান ও আফিফ হোসেন ৩টি করে উইকেট নিয়েছেন। কাজী অনীক পেয়েছেন ২টি উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮২ বলে সর্বোচ্চ ৭৪ রান করেছেন লিয়াম ব্যাংক। হ্যারি ব্রুক করেন ৬৬ বলে ৬৬।

অধিনায়ক সাইফ হাসানের ৮৯ বলে ৫৯ ও আফিফের ৮৬ বলে ৭১ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের ২১৬ রান টপকাতে বাংলাদেশের কোনও সমস্যাই হয়নি। বাকিদের মধ্যে মোহাম্মদ রাকিব ২৮ ও আমিনুল ইসলাম ২০ রান করেন। ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন ফিঞ্চ। অলরাউন্ড নৈপুণ্যের পুরস্কার আফিফ পেয়েছেন ম্যাচসেরা হয়ে।

 সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!