• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ঘুড়ি উৎসব


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১১:৩৪ এএম
কক্সবাজারে ঘুড়ি উৎসব

ঢাকা : প্রতিবছরের মতো এবারো কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। উৎসবের স্লোগান ছিল ‘কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখুন’। শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিটল টাটার উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি মো. শুকুর সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ) ফজলে রাব্বী ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের জেলা সভাপতি আবু তাহের। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাবাসী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শাহীন পারভীন, ঘুড়ি ফেডারেশনের সহ-সভাপতি আবদুল বারেক সোনা মিয়া।

বিপুল আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা রঙবেরঙের বিভিন্ন ঘুড়ি ওড়ায়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন উৎসবে সহযোগিতা করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!