• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঘাতক বাস কেড়ে নিল দুই প্রাণ


হবিগঞ্জ প্রতিনিধি মার্চ ২১, ২০১৮, ০৬:১৬ পিএম
ঘাতক বাস কেড়ে নিল দুই প্রাণ

প্রতীকী ছবি

হবিগঞ্জ: জেলার বাহুবলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশার চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিয়ার ছেলে নূর আলী (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নেয়ার জন্য সিএনজি অটোরিকশাটি নিয়ে রওনা দেন তারা। পথিমধ্যে দৌলতপুর দয়াল ব্রিকসের কাছে সিএনজি অটোরিকশাটি পৌঁছলে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হন।

এদিকে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন।

বাহুবল মডেল থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোরে বাহুবলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!