• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টাকার বিনিময়ে চাকরি, ৪ প্রতারক গ্রেপ্তার


লালমনিরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০১৮, ০৫:৫৭ পিএম
টাকার বিনিময়ে চাকরি, ৪ প্রতারক গ্রেপ্তার

প্রতীকী ছবি

লালমনিরহাট: মোটা অংকের টাকার বিনিময়ে পুলিশের চাকরি পাইয়ে দেয়ার অভিযোগে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে জেলা শহর মিশনমোড় এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো, পাটগ্রাম উপজেলার ঘনাবাড়ি এলাকার মৃত মেহের আলরি ছেলে আবুল কাশেম (৪০), একই উপজেলার জগতবেড় এলাকার মৃত আফির উদ্দিনের ছেলে ছামিউল ইসলাম(২৭), একই এলাকার মৃত এজাব উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪৫) ও গাইবান্ধা জেলার কুপতলা এলাকার মৃত ছামসুল হকের ছেলে সাইফুল ইসলাম (৫৫)।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, রোববার (২৫ ফেব্রুয়ারি) লালমনিরহাটে পুলিশ সদস্য নিয়োগ প্রক্রিয়ার দিন ছিল। সেই সুযোগে প্রতারক চক্রের কয়েক সদস্য পুলিশ কনস্টবল পদে নিয়োগ দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে জেলা শহরের মিশন মোড় এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৪জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয় বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!