• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে আগুনে নিহত ৩৩


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৬, ২০১৮, ০৯:১৯ এএম
দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে আগুনে নিহত ৩৩

ঢাকা: দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৩ নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো আন্তত ৪০জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

সিএনএনের খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিরয়াং এলাকায় অবিস্থত ওই হাসপাতালটিতে স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সিজং নামের ‍ওই হাসপাতালটিতে বেশির ভাগই বৃদ্ধদের সেবা দেয়া হয়। আগুন লাগার সময় হাসপাতালে ২০০ রোগী ছিলেন।

ফায়ার সার্ভিসের প্রধান চৌই ম্যান-উ জানিয়েছেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, হাসপাতালের ইমার্জেন্সি রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!