• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত


নোয়াখালী প্রতিনিধি মার্চ ১৬, ২০১৮, ০৩:৩৬ পিএম
নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

নোয়াখালী : জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু ইব্রাহিম বাহিনীর প্রধান ইব্রাহিম প্রকাশ ইব্রাহিম মাঝি (৪৭) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মার্চ) ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদ এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

ইব্রাহিম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত ছেরাজুল হক কামলার ছেলে। তার বিরুদ্ধে কোম্পনীগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন থানায় ও চট্টগ্রামে হত্যা ও ডাকাতির অভিযোগে থানায় ৯টি একাধিক মামলা রয়েছে।

চর এলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)-এর অভিযানে ইব্রাহিম নিহত হন। র‌্যাব এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১৩টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!