• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পথশিশুদের জন্য ওদের ব্যতিক্রম ভালবাসা


ঠাকুরগাঁও প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৫:০৯ পিএম
পথশিশুদের জন্য ওদের ব্যতিক্রম ভালবাসা

ঠাকুরগাঁও: আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। সচরাচর দিবসটিতে সবাই প্রিয়জনের সঙ্গে কাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে পার্ক, পিকনিক স্পট কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে ছুটতে দেখা যায় সবাইকে। তবে ভালোবাসা দিবসে ভালোবাসার এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলো ঠাকুরগাঁও ইকো স্কুল এন্ড কলেজের কিছু শিক্ষার্থী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শিক্ষার্থীরারা ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অপরাজেয় ৭১  প্রাঙ্গণে এক ব্যতিক্রমী কর্মসূচী পালন করে। দুই শতাধিক অসহায় ও পথশিশুদের সঙ্গে নিয়ে ব্যতিক্রমধর্মী ভালোবাসা দিবস পালন করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রেদওয়ানুল হক মিলন, হিম, হাবিবুর রহমান শাওন, ভৃগু চন্দ অসীমসহ আরো অনেকে।

শিক্ষার্থীদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানায় অসহায় ও পথশিশুদের অভিভাবকরা।

শিক্ষার্থীরা জানায়, ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এরকম উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করবে বলে জানায় তারা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!