• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পরমাণু বোমা বিস্ফোরণে উত্তর কোরিয়ায় ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৮:০২ পিএম
পরমাণু বোমা বিস্ফোরণে উত্তর কোরিয়ায় ভূমিকম্প

ঢাকা: রিখটার স্কেলে ৩.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে উত্তর কোরিয়ায়। পিয়ংইয়ং দেশের যেখানে পরমাণু বোমার পরীক্ষানিরীক্ষা করে, সেখান থেকে ৫০ কিলোমিটার দূরে ওই ভূমিকম্প হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন।

এর আগে যত বারই পরীক্ষামূলকভাবে পরমাণু বোমা ফাটিয়েছে পিয়ংইয়ং, তত বারই ওই এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। চীনের ভূকম্পন বিশেষজ্ঞদের সন্দেহ, ‘ওই ভূকম্পন হয়েছে পরমাণু বোমা ফাটানোর ফলে।’

অবশ্য, দক্ষিণ কোরিয়া মনে করে, কোনো পরমাণু বোমা ফাটানোর ফলে ওই ভূকম্পন হয়নি। ভূমিকম্প হয়েছে প্রাকৃতিক কারণেই।

গত ৩ সেপ্টেম্বর ভূগর্ভে খুব শক্তিশালী পরমাণু বোমা ফাটিয়েছিল উত্তর কোরিয়া। সেই বিস্ফোরণের পর যে ভূকম্পন অনুভূত হয়েছিল উত্তর কোরিয়ায়, মার্কিন ভূতাত্ত্বিকরা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৬। পরে জানা যায়, সেই মাত্রা ছিল ৬.৩।

আর হালের ভূকম্পনটি হয়েছে উত্তর হ্যামগিয়ং প্রদেশে। যেখানে পরমাণু বোমা ফাটায় পিয়ংইয়ং, তার ৫০ কিলোমিটার দূরেই ভূকম্পনের এপিসেন্টার।

দক্ষিণ কোরিয়ার ভূকম্পন বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু ওই কম্পনের সঙ্গে কোনো শব্দ অনুভূত হয়নি, তাই এই ভূকম্পন প্রাকৃতিক কারণেই হয়েছে বলেই তাদের ধারণা।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!