• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন


জ্যেষ্ঠ প্রতিবেদক মার্চ ২১, ২০১৮, ০৩:৩৪ পিএম
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন

ঢাকা: বাংলাদেশে অনুষ্ঠিতব্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হিসেবে দেখতে চায় পরাশক্তি চীন। রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত চীনা দূতাবাসে এক ব্রিফিংয়ে একথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত ঝাং জু।

বুধবার (২১ মার্চ) সকালে ঢাকাস্থ দূতাবাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে রাষ্ট্রদূত ঝাং জু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ভূমিকাকে ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা প্রশংসার দাবিদার। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন ও রাখাইন রাজ্যের টেকসই উন্নয়নে চীন সহযোগিতা দেবে বলেও জানান জু।

সোনালীনিউজ/তালেব

Wordbridge School
Link copied!