• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মুশফিক-সাব্বির-সৌম্যদের বর্ষবরণ


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১৫, ২০১৭, ০৯:৩৩ এএম
মুশফিক-সাব্বির-সৌম্যদের বর্ষবরণ

ঢাকা: সাধারণ মানুষদের মত ক্রিকেটাররাও বাংলা ১৪২৪ সালকে বরণ করে নিয়েছেন। জাতীয় দলের ক্রিকেটাররা ঘটা করেই দিনটি উদযাপন করেছেন। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম নববর্ষ পালন করেছেন বগুড়ায়। মাটিডালি উচ্চ বিদ্যালয়ের র‌্যালিতেও তিনি যোগ দেন। সেই ছবি নিজেই ফেসবুকে পোষ্ট দেন মুশফিক।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন,‘ নতুন রঙ দিয়ে নিজেদের মন ও দুনিয়াকে মাখানোর প্রত্যাশায় শুরু করা যাক আরেকটি বছর, গ্লানি দুর হওয়ার প্রেরণায় সবাইকে জানাই শুভ নববর্ষ।’

মাহমুদুল্লাহও ভক্ত-সমর্থকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘নববর্ষে নবরুপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কোথায় বর্ষবরণ করেছেন সে ব্যাপারে কিছু লেখেননি। ফেসবুকে ছেলের ছবি দিয়ে লিখেছেন, ‘এবার বৈশাখী ঝড়ে সে রুমাল উড়িয়ে দিও/বৈশাখী শুভেচ্ছা নিও...। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’

টি-টোয়েন্টির বড় তারকা সাব্বির রহমান সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪২৪। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’ বর্ষবরণ উদযাপন করেছেন সৌম্য সরকার পরিবারের সঙ্গে। পাঞ্জাবী পড়ে মাথায় গামছা পেচিয়ে তিনি নববর্ষের আনন্দ উপভোগ করেন। সেই ছবি ফেসবুকে পোষ্ট করে সৌম্য লিখেছেন,‘ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালও ফেসবুকে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।’

আইপিএল খেলতে ভারতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফেসবুকে তিনিও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘নতুন বছর আপনার জন্য হোক আনন্দময়। শুভ নববর্ষ।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!