• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যেভাবে ১১ দিন ছুটির ফাঁদে পড়বে দেশ!


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৮, ০৭:২৬ পিএম
যেভাবে ১১ দিন ছুটির ফাঁদে পড়বে দেশ!

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটি ২১, ২২ ও ২৩ আগস্ট। তবে এর আগে-পিছে বেশ কয়েকদিন ছুটি থাকায় টানা ১১ দিন ছুটি কাটাবেন অনেক সরকারি চাকরিজীবী।

আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটি। এরপর একদিন কর্মদিবস বৃহস্পতিবার। এরপর শুক্র-শনি সরকারি ছুটি। দুদিন সাপ্তাহিক ছুটির পর রবি ও সোমবার আরও দুদিন অফিস খোলা রয়েছে।

এরপর ঈদ-উল-আজহা উপলক্ষে ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে অফিস আদালত। ঈদের ছুটির সঙ্গে যোগ হয়েছে আর দুদিনের সাপ্তাহিক ছুটি। আর তাই মাঝখানে কর্মদিবসগুলোতে অনেকেই ছুটি নিয়ে রেখেছেন।

ফলে ঈদে আগে পরে টানা ১১ দিন ছুটির আমেজে কাটিয়ে আগামী রবিবার (২৬ আগস্ট) পুনরায় অফিস আদালত শুরু করবেন সরকারি চাকরিজীবীরা।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!