• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যৌতুকের দাবিতে চুল কেটে গৃহবধূকে জুতার মালা...


নারায়ণগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০১৭, ০৮:০৭ পিএম
যৌতুকের দাবিতে চুল কেটে গৃহবধূকে জুতার মালা...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে সালমা আক্তার সুমী (৩২) নামে এক গৃহবধূকে চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। এসময় গৃহবধূর গলায় জুতার মালাও পরিয়ে দেয়া হয়।

এদিকে রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুমীকে উদ্ধার করেছে। এ ঘটনায় সুমীর দেবর শিপু মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।

নির্যাতিত গৃহবধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জের তারাব এলাকার আরব আলীর ছেলে কোরবান আলী ৬ মাস আগে তারাব দক্ষিণপাড়া এলাকার জলহত মিয়ার মেয়ে সালমা আক্তার সুমীকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুকের দাবিতে সতীন মায়া বেগম, স্বামী কোরবান আলী, দেবর শিপু, ফুফা সেলিমসহ শশুর বাড়ির লোকজন সুমীর উপর নির্যাতন চালিয়ে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার এলাকায় শালিশ হওয়ার পর কিছু দিন নির্যাতন বন্ধ ছিল। গত এক মাস ধরে ঘরে আটকে রেখে ফের নির্যাতন চালায়।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে গৃহবধূ সুমীর হাত পা বেঁধে প্রকাশ্যে জোরপূর্বক গলায় জুতার মালা পড়িয়ে দেয়। এ দৃশ্য শিপুর মোবাইলের ভিডিও চিত্র দেখা গেছে। এক পর্যায়ে কেচি দিয়ে ওই গৃহবধূর চুল কেটে ফেলা হয়। লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয়।

খবর পেয়ে গৃহবধূ সুমীর মা তাসলিমা বেগম থানা পুলিশকে অবহিত করলে বিকেলে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত দেবর শিপুকে আটক করা হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী সতীনসহ অভিযুক্তরা পালিয়ে যায়। নির্যাতিত গৃহবধূ সালমা আক্তার সুমীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্যাতিত সালমা আক্তার সুমীসহ পরিবারের লোকজন নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। পলাতক স্বামীসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!