• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আফতাব হত্যা : ৫ জনের ফাঁসির রায়


আদালত প্রতিবেদক মার্চ ২৮, ২০১৭, ১২:০৯ পিএম
সাংবাদিক আফতাব হত্যা : ৫ জনের ফাঁসির রায়

ঢাকা : ঢাকার রামপুরায় ডাকাতি করতে গিয়ে ফটোসাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে পাঁচ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। এ মামলার আরেক আসামিকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার চার নম্বর দ্রুত ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহফুজুর রহমান লিখন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসিমরা হলেন- হুমায়ুন কবীর মোল্লা, মো. বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সী ও মো. রাসেল। এর মধ্যে রাজু মুন্সী ও রাসেল পলাতক রয়েছেন। এ মামলার আরেক আসামি সবুজ খানকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরা থানার ওয়াপদা রোডে নিজ বাসায় ফটোসাংবাদিক আফতাব আহমেদকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার শ্যালক রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৫ মার্চ র্যা ব-৩ এর উপপরিদর্শক মো. আশিক ইকবার ছয় আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৪ সারের ২৪ জুলাই ছয় আসামির বিরুদ্ধে অভিযাগ গঠন করা হয়। এ পর্যন্ত ২৫ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেন আদালত।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন আফতাব আহমেদ। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!