• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৌদিতেও ব্যবহার হবে হোয়াটস অ্যাপ-ভাইবার-স্কাইপে


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৭:০০ পিএম
সৌদিতেও ব্যবহার হবে হোয়াটস অ্যাপ-ভাইবার-স্কাইপে

ঢাকা: হোয়াটস অ্যাপ, ভাইবার, স্কাইপের মতো অনলাইন ভিডিও কলিং অ্যাপগুলো থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল্লাহ বিন আমের আল-সাবাহ আগামী সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে টেলিযোগাযোগ সেবা দানকারী সংস্থাগুলো এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে।  
যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জানান, সৌদিরা যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভয়েস ও ভিডিও কল করতে এসব অ্যাপ ব্যবহার করতে পারে সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একমত হয়েছে।  সূত্র : আরব নিউজ

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!