• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৌম্যর চাওয়া ৩-০


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২২, ২০১৭, ০৯:২৩ এএম
সৌম্যর চাওয়া ৩-০

ঢাকা: নিজেদের শততম টেস্টে অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজ ১-১ এ সমতায় শেষ হয়েছে। কোনও সন্দেহ নেই বাংলাদেশের প্রিয় ফরম্যাট রঙিন পোশাকের ওয়ানডে। এ বছর এখনও পর্যন্ত এই ফরম্যাটে খেলতে নামেনি মাশরাফি বিন মুর্তজার দল। গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডে খেলা তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ।

মাশরাফি নিশ্চয় চাইবেন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াতে। তারওপর কলম্বো টেস্ট জয় দলের সবার আত্মবিশ্বাস দ্বিগুণ করেছে। ২০১৩ সালে সর্বশেষ সফরে ওয়ানডে সিরিজ ১-১ এ ড্র করা গিয়েছিল। সেবারই প্রথম ওয়ানডেতে জয় ধরা দিয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। এবার তাই সিরিজ জিততে চাওয়া মোটেও বাড়াবাড়ি নয়।

মঙ্গলবার অনুশিলন শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসে সংবাদমাধ্যমে তাই বলে গেলেন ওপেনার সৌম্য সরকার। তিনি বলেন,‘ সবসময়ের মত আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জয়। আমরা যেভাবে খেলছি তাতে স্বাভাবিক খেলা খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষেই আসবে। আমরা চাইব তিনটি ম্যাচেরই ফল নিজেদের পক্ষে আনতে।’

শ্রীলঙ্কা থেকে ফিরে গিয়ে কিছুদিনের বিশ্রাম শেষে বাংলাদেশ দল চলে যাবে আয়ারল্যান্ডে। সেখানে স্বাগতিক দল ছাড়াও ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ড। তারপর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এখনই এসব নিয়ে ভাবছেন না সৌম্য। বরং তিনি শ্রীলঙ্কাতেই মন রাখতে চাইছেন। সৌম্যর ভাষায়,‘ লম্বা সময়ের জন্য একটা লক্ষ্য সবসময় থাকে। তবে আপাতত যে সিরিজ চলছে, সবার মনোযোগ সেখানেই। এখানে ভালো কিছু করতে পারলে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগবে। আমরা সেভাবেই চিন্তা করছি।’

নিউজিল্যান্ডে খারাপ সময়ের মধ্যে যাওয়া সৌম্য ধীরে ধীরে হারানো ফর্ম পুনরুদ্ধার করেছেন সৌম্য। দুই টেস্টের সিরিজে তিনটি ফিফটি হাঁকিয়েছেন। কিন্তু ইনিংসগুলো বড় করতে পারছেন না। কেন? এর ব্যাখা দিয়ে সৌম্য বললেন,‘ চেষ্টা করছি ইনিংসগুলোকে বড় করতে কিন্তু হচ্ছে না। আপ্রাণ চেষ্টা করছি, পারছি না। এরপর ফিফটি পেলে অবশ্যই সর্বস্ব দিয়ে চেষ্টা করব।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!