• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে, শ্রীঘরে স্বামী


নোয়াখালী প্রতিনিধি জুলাই ২০, ২০১৭, ০৬:৫৫ পিএম
স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে, শ্রীঘরে স্বামী

নোয়াখালী: জেলার সেনবাগে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় বিয়ে পাগল স্বামী মমিন উল্লা (২৮) এখন শ্রীঘরে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে মমিন উল্লাকে নোয়াখালী সুবর্নচর উপজেলার আবদুল্লাহ মিয়ারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের গোলাপ রহমানের ছেলে মো. মমিন উল্লা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় সে নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর আদালত মমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানার পর থেকে মমিন গ্রেপ্তার এড়াতে নিজ গ্রাম সেনবাগে মাহাতাবপুর গ্রাম থেকে পালিয়ে জেলার সুবর্নচর উপজেলার আবদুল্লাহ মিয়ারহাট এলাকার ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নেয়। এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এএসআই মো. সফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!