• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাওয়া সোহাগ গাজীর ৫ উইকেট


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৮, ০৭:০৮ পিএম
হারিয়ে যাওয়া সোহাগ গাজীর ৫ উইকেট

ছবি: সংগৃহীত

ঢাকা: অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। ২০১২ সালের ১৩ নভেম্বর স্বপ্নের অভিষেকের পর সোহাগ গাজীর যাওয়ার কথা ছিল অনেকদূর। কিন্তু ২০১৪-এর ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি।

একই বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার ওয়ানডেতে নামেন। পরের বছর অর্থাৎ ২০১৫-এর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেই দৃশ্যপটের বাইরে চলে যান সোহাগ গাজী।

আসি আসি করেও জাতীয় দলের দরজা খুলছে না সোহাগের। এবার ২০ তম জাতীয় লিগকে তিনি নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবেই বেছে নিয়েছেন। রংপুরের ক্রিকেট গার্ডেনে স্বাগতিক রংপুর বিভাগ যে ১৪৭ রানেই গুটিয়ে গেল এর দায় সোহাগের। ১৮ ওভার হাত ঘুরিয়ে পাঁচটি মেডেন দিয়ে মাত্র ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট। ১১ রানে ২ উইকেট পেয়েছেন মনির হোসেন।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন রাকিন আহমেদ। অভিজ্ঞ নাঈম ইসলামের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। প্রথম দিন শেষে বরিশাল ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে। ১৩ রানে ২টি উইকেটই নিয়েছেন শুভাশিষ রায়।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!