• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আশুলিয়ায় চার জঙ্গির ‘আত্মসমর্পণ’


সাভার প্রতিনিধি জুলাই ১৬, ২০১৭, ০৫:২১ পিএম
আশুলিয়ায় চার জঙ্গির ‘আত্মসমর্পণ’

ঢাকা: সাভারের আশুলিয়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থাকা চার জঙ্গি ‘আত্মসমর্পণ’ করছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ওই বাড়ির ভেতরে চারজন ছিল বলেই জানিয়েছে আত্মসমর্পণকারীরা।

রোববার (১৬ জুলাই) সকালে র‌্যাবের স্পেশাল ফোর্স ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি শুরু হয়।

এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে গুলি এবং বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তার আগে রাত ৩টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের লক্ষ্য করেও গুলি ছোড়ে সন্দেহভাজন জঙ্গিরা।

মুফতি মাহমুদ খান আরো জানান, দুপুর ১২টার দিকে ওই বাড়ি থেকে এক জঙ্গি বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন। পরে তিনি জানান, বাড়ির ভেতরে আরো তিনজন রয়েছে। তবে কোনো নারী বা শিশু নেই। এরপর এক ঘণ্টার মধ্যে বাকি তিনজনও বেরিয়ে এসে আত্মসমর্পণ করে।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল হাকিম জানান, ওই চার জঙ্গি বেরিয়ে আসার পর র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করেন।

তিনি আরো বলেন, অভিযান শেষে ঢাকায় সংবাদ সম্মেলনে করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টা থেকে আশুলিয়ার নয়ারহাটের চৌরাবালি এলাকার এই একতলা বাড়ি ঘিরে রাখা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

দুই জঙ্গির আত্মসমর্পণ, বাড়ির মালিক আটক

Wordbridge School
Link copied!