• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সাবেক স্বামীর হাতে ব্যাংক কর্মকর্তা খুন


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০১৭, ০২:০৮ পিএম
সাবেক স্বামীর হাতে ব্যাংক কর্মকর্তা খুন

নিহত আরিফুন্নেছা আরিফা। ছবি: সংগৃহিত

ঢাকা: রাজধানীর সেন্ট্রাল রোডে ছুরিকাঘাতে আরিফুন্নেছা আরিফা (২৭) নামে যমুনা ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সাবেক স্বামী রবিন তাকে হত্যা করেছেন বলে অভিযোগ তার পরিবারের।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সেন্ট্রাল রোডে ধানমন্ডি আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আরিফা জামালপুর সদর উপজেলার আনিসুজ্জামান হেলালের মেয়ে। তিনি ধানমণ্ডির সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজের পাশে ভাড়া থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. জেসমিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাড়ে বড় ধরণের আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই আহমেদ আলামিন বুলবুল জানান, ৪ বছর আগে রবিন নামে এক ছেলের সঙ্গে আরিফার বিয়ে হয়। ৪ মাস আগে তাদের ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরও রবিন প্রায়ই তাকে বিরক্ত করত। আজ সকালে আরিফা তার কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়। আইডিয়াল কলেজের সামনে পৌঁছালে রবিন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

আহত অবস্থায় প্রথমে তাকে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে (ঢামেকে নিয়ে গেলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!