পাবনা : ঈশ্বরদী বাজারের শ্যামল স্টোরের গুদামে অভিযান চালিয়ে ১৮ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) সকাল ১১টায় শহরের নূরমহল্লা মাতৃমন্দিরের সামনে ওই গুদামে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযানে ১০ হাজার লিটার খোলা ভোজ্য সয়াবিন তেল, এক হাজার ২৪৪ লিটার বোতলজাত তেল এবং সাত হাজার লিটার সরিষার মজুত তেল উদ্ধার করা হয়। ঈদের আগে এসব ভোজ্যতেল সংগ্রহ করে নিজের গুদামে অবৈধভাবে মজুত করেছিলেন শ্যামল স্টোরের মালিক শ্যামল দত্ত পাল।
অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জহিুরুল ইসলাম। এ সময় তিনি ২০ হাজার টাকা জরিমানা এবং ওই ভোজ্যতেল জনসম্মুখে বোতলের গায়ে লেখা আগের নির্ধারিত দামে বিক্রি করার নির্দেশ দেন।
সোনালীনিউজ/এনএন