সীমান্ত থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • মেহেরপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৭, ০২:৩১ পিএম

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তের মাঠ থেকে রুপচাঁদ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ জানুয়ারি) সকালে মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। রুপচাঁদ সোনাপুর গ্রামের ফকির ঘরামির ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের ১০৬-১০৭ নম্বর মেইন পিলার এলাকার মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন রুপচাঁদ। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

মুজিবনগর ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহেদ জানান, ভোর বেলায় সোনাপুর সীমান্তের ধানখেতে সেচ দিতে যান রুপচাঁদ। এ সময় বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

অপহৃত বাংলাদেশি কৃষককে ফেরত চেয়ে চিঠির মাধ্যমে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয় বিএসএফকে। সকাল সাড়ে ৯টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও তারা না আসায় বৈঠক অনুষ্ঠিত হয়নি।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে তারা জানায়, কৃষক রুপচাঁদকে নদীয়া জেলার চাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর