জাটকা বিক্রির দায়ে তিন ব্যবসায়ীর কারাদণ্ড

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০১৭, ০৬:৫৩ পিএম

মাদারীপুর: জেলার শিবচরে জাটকা বিক্রি দায়ে মঙ্গলবার (২১ মার্চ) তিন ব্যবসায়ীর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবচর উপজেলার মাদরচর ইউনিয়নের দাইয়ারচর গ্রামের গোসাই মালোর ছেলে গোপীনাথ মালো (৩৮), একই উপজেলার পাচ্চর এলাকার কালিপদ কুন্ডুর ছেলে আনন্দ কুন্ডু (৩৫) এবং কুতুবপুর ইউনিয়নের মৃত রঞ্জব খানের ছেলে গনি মিয়া (৫০)।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, জাটকা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ৫ মণ জাটকাসহ ৩ জনকে আটক করা হয়।

পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন। এরপর দণ্ডপ্রাপ্তদের মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে। জাটকা ধরা ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর