ঝালকাঠি: জেলায় জলবায়ূ পরিবর্তন জনিত কারণে আগাম জোয়ারের পানি ও টানা বর্ষণে মুগডালের চাষ সম্পূর্ন নষ্ট হওয়ার পথে। ঝালকাঠি জেলায় এ বছর সর্বাধিক ১ হাজার ৮০০ হেক্টরে মুগডালের চাষ হয়েছে। কৃষকরা ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। মুগডালের পাশাপাশি একই সময়ের মরিচসহ কিছু কিছু রবি ফসলেরও ক্ষতি হয়েছে।
কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে এ বছর জেলায় বারিমুগ ৬ জাতের আবাদ করেছিল। এই ডালের উৎপাদন হেক্টর প্রতি ১.৫ মেট্রিকটন থেকে ২ মেট্রিকটন। কিছু কিছু কৃষক আগাম ও উচু জমিতে মুগ ডাল চাষ করেছে। তারা কিছু ফলন পেলেও সিংহভাগ কৃষকরা ফলন তোলার সময় বৃষ্টি আর আগাম জোয়ারের পানিতে মুগ ডাল পানিতে ডুবে নষ্ট হয়ে যায়।
এদিকে ফসল হারানো জেলার হাজার হাজার মুগ ডাল চাষি পথে বসেছে। কৃষকরা বিশেষ করে বর্গাচাষীরা এনজিও থেকে ঋণ নিয়ে মুগ ডালের চাষ করেছেন।
এখন কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নেয়ারমত ক্ষেতে অন্য কোন ফসল চাষাবাদ করারও সুযোগ নেই।
সোনালীনিউজ/ঢাকা/আকন