চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার শতাধিক মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। বুধবার (২০ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে উচ্ছেদ করা হয় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক জানান, আকবর শাহ থানা এলাকায় মাদকের আখড়া গড়ে ওঠে রেলওয়ের মালিকানাধীন জমিতে। বুধবার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব আখড়ায় অভিযান চালানো হয়।
এ সময় মাদকসেবী ও ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ অবৈধভাবে স্থাপিত বেশ কিছু ঘর ভেঙে দেয়। অভিযানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া উপস্থিত ছিলেন।
সোনালীনিউজ/এমটিআই