কুড়িগ্রাম : জেলার ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ছাত্রলীগের সাবেক সভাপতিকে সহযোগীসহ আটক করেছে। রোববার (১৪ অক্টোবর) সকালে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে সদস্যরা উপজেলার যোতিন্দ্র নারায়ণ এলাকা থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আজোয়াটারী গ্রামের মনির উদ্দিন মাষ্টারের ছেলে বুলবুল আহম্মেদ (২৮) এবং তার সহযোগী একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সোনালীনিউজ/ঢাকা/এইচএআর