শিক্ষার্থী আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছিলেন শহিদুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০১৮, ০১:৩৪ পিএম

ঢাকা: ফেসবুক লাইভে মিথ্যা তথ্য দিয়ে ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এমনটাই জানিয়েছেন বলে দাবি গোয়েন্দা পুলিশের। এদিকে তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাইকোর্টে পাঠিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ।

নিরাপদ সড়কের আন্দোলনে উস্কানি ও মিথ্যা বক্তব্য দেয়ার অভিযোগে, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে আছেন শহিদুল আলম। তিনি এখন ডিবি পুলিশের হেফজতে আছেন।

হাইকোর্টের নির্দেশে বুধবার বঙ্গবন্ধু মেডিকেলে শহিদুল আলমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি ভালো আছেন জানিয়ে, আবারো ডিবি হেফাজতে পাঠানো হয় আলোকচিত্রী শহিদুল আলমকে।


সোনালীনিউজ/ঢাকা/আকন