আহমেদ সাব্বিরের ডকু ড্রামা ও টিভিসিতে প্রিয়াঙ্কা জামান

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০১:৫৭ পিএম

ঢাকা : দীর্ঘদিন অসুস্থতার পর এই প্রথম আবার ক্যামেরার সামনে এলেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। পেশাজীবী অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন  দ্য ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিজিএবি) ওপর একটি ডকু ড্রামা ও বিজ্ঞাপন চিত্র নির্মাণ করছেন আহমেদ সাব্বির রোমিও।

বিজ্ঞাপন চিত্রে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করছেন সরকারের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহীদুল্লাহ হারুন, মেনস গল্প আইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল অভিনেতা নোমান রহমান।

ডকু ড্রামাতেও প্রিয়াঙ্কা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নেন বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহীদুল্লাহ হারুন, মডেল ও অভিনেতা নোমান রহমান, বদিউজ্জামান রুবেল, ইলিয়াস ঢালী, মোহাম্মদ সাইফুল আলম, শাহারিন জাহানসহ অন্যরা। ডিওপি খান আমিন, মেকওভার ফয়সাল রিয়েল স্থিরচিত্র নাইম ইসলাম প্রেম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিজিএ মুহাম্মদ মামুনুর রশিদ ও সাইফুর রহমান।

এই ডকু ড্রামা ও বিজ্ঞাপন চিত্রের ব্যবহারের প্রয়োজনের জন্য রাজধানীর বিভিন্ন লোকেশন ছাড়াও আইসিজিএবিতে চিত্র ধারণ করা হয়। এই সময়ের তরুণ মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান সম্প্রতি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। হঠাৎ করে শরীরে রক্তে বিষক্রিয়া হয়ে যাওয়াতে তাকে হাসপাতালে থাকতে হয়েছিল। টানা ২২ দিন তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। ২২ দিনের মধ্যে আট দিনই তিনি ছিলেন লাইফ সাপোর্টে।

সোনালীনিউজ/এমটিআই