লাইফ সাপোর্টে নায়ক শাহীন আলম

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ১২:০৯ পিএম
ফাইল ফটো

ঢাকা: দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছেন চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম। সমস্যা গুরতর আকার ধারণ করায় এখন তাকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আরেক চিত্রনায়ক ওমর সানি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

ওমর সানি বলেন, ‘শাহীন আলম আমার বন্ধু। একসঙ্গে পথ চলা আমাদের৷ অভিনয়ে অসাধারণ। দীর্ঘ সময় চলচ্চিত্রের বাইরে। কিছুদিন আগে ওকে দেখতে গিয়েছিলাম। শুনলাম ওর কিডনি দুইটাই বিকল, ডায়ালাইসিস করছে বেশ কিছুদিন যাবৎ।’

‘গতকাল ওর ছেলে ফোন দিয়েছিল শুধু বলল-আঙ্কেল বাবা লাইফ সাপোর্টে, করোনা পজিটিভ। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল এমনিতেই কিডনি চিকিৎসায় ব্যয়বহুল ব্যাপার তারপর লাইভ সাপোর্ট। ওর পরিবারের অবস্থা ভালো। কিন্তু এইভাবে খরচ হলে রাজার ভাণ্ডারও তো শেষ হয়ে যায়। আল্লাহকে বলি, তুমি সুস্থতা দান করো, বন্ধুকে ফিরিয়ে দাও।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’-র মাধ্যমে ঢালিউডে আগমন হয় শাহীন আলমের। অবাক করা তথ্য হচ্ছে ইন্ডাস্ট্রিতে আগমনের সাথেই এই শাহীন আলমকে দিয়েই বিগ বাজেটের ‘মাসুদ রানা’-র দ্বিতীয় কিস্তি হবার কথা ছিল। শুটিংও হয়েছিল কিছু অংশের কিন্তু সেটি শেষ পর্যন্ত শেষ হয়নি।

তার অভিনীত প্রথম ছবি – মায়ের কান্না (১৯৯১)। উল্লেখযোগ্য ছবিগুলো হলো – ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আণ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, হঠাৎ বৃষ্টি, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা, বাঘের বাচ্চা, বিদ্রোহী সালাউদ্দিন, তেজী পুরুষ ইত্যাদি।

বর্তমানে চলচ্চিত্র থেকে অনেকটা দূরেই রয়েছেন শাহীন আলম। নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।

সোনালীনিউজ/এমএইচ