ঢাকা: ‘সুপার হিরো’ ষড়যন্ত্র না হলে খেল দেখাতো’। ঈদের মাত্র ১দিন আগে সেন্সর হয়েছে সিনেমাটির। জানেনই তো ষড়যন্ত্র কি ছিল! তারপরও যে ব্যবসা হচ্ছে তা দারুণ। সাড়ে চার লাখ টাকা সেল হয়েছে ৬দিনে। আমার সিনেমা হলের আয় সর্বোচ্চ ৫ লাখ পর্যন্ত যায়। সেখানে প্রায় প্রচারণাহীন সিনেমার এমন সেল দারুণ। দ্বিতীয় সপ্তাহও চলবে।’
ঈদে মধুমিতা সিনেমা হল প্রদর্শন করেছে শাকিব খান ও বুবলী অভিনীত আশিকুর রহমানের পরিচালনায় ‘সুপার হিরো’ সিনেমা। প্রথম সপ্তাহের ব্যবসা নিয়ে ওপরের কথাগুলো বলেছেন সিনেমা হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।
২৯ জুন মধুমিতায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিয়াম এবং পূজা চেরী অভিনীত ‘পোড়ামন ২’ প্রদর্শন হবে বলে জানান সেন্সর বোর্ডের সদস্য এবং প্রদর্শক সমিতি নেতা নওশাদ।
তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহেও ‘সুপার হিরো’ চলবে। দর্শক চাহিদা রয়েছে ভালো। তারপর ২৯ তারিখে সিয়াম-পূজার ‘পোড়ামন ২’ আনছি। যদিও শাকিব খানের আরেকটি সিনেমা ওঠানোর কথা ছিল। তবে পরে মনে হয়েছে একই নায়কের পরপর দুটি সিনেমা প্রদর্শন করা ঠিক হবেনা। আর ‘পোড়ামন ২’ এর সুনামও সবাই করছে।
সোনালীনিউজ/বিএইচ