সিরিয়ার আলেপ্পোতে সরকারপন্থী বাহিনী, জিহাদি ও বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৭০ যোদ্ধা নিহত হয়েছে। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এসব যোদ্ধা নিহত হয়।
বুধবার (১৫ জুন) মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সরকারপন্থী যোদ্ধারা আলেপ্পো নগরীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জয়তান ও খালাসা গ্রাম পুনঃদখল করে। এ দু’টি গ্রামের নিয়ন্ত্রণ হারানোর কয়েক ঘন্টা পর সরকারি ও রুশ বাহিনীর বিমান হামলার সুবাদে তারা গ্রাম দু’টির পুন:নিয়ন্ত্রণ নেয়।
সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম