ঢাকা: যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। গত ২৩ জানুয়ারি দেশটির মুলতান গ্যারিসনে কমান্ডো বাহিনীর স্ট্রাইক কোর পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।
জেনারেল বাজওয়া বলেন, সেনারা যেমন হয়-সেনাবাহিনীও সে রকমই হয়। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। তিনি একে রণপ্রস্তুতির ক্ষেত্রে মূল্যবান অর্জন হিসেবে অভিহিত করেন।
তিনি সেনাসদস্যদের সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেন। তিনি বলেন, পাকিস্তানের আর্মি বিশ্বসেরা। আমি তাদের নিয়ে গর্ব করি।
গত নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন বাজওয়া।
সোনালীনিউজ/আতা