১৫ আগস্টের পর চলবে সব আন্তনগর ট্রেন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০২০, ০৩:১৮ পিএম

ঢাকা : আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব রুটের যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বিষয়টি জানিয়েছেন।

তিনি আরো জানান, আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করা হবে।

বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রুটে প্রায় ১৭টি আন্তনগর ট্রেন চলাচল করছে।

উল্লেখ্য, সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ছিল। এই ছুটি শেষে সরকারি নির্দেশে গত ৩১ মে থেকে সীমিত আকারে স্বাস্থবিধি মেনে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়।

সোনালীনিউজ/এএস