বরিশাল: বরিশাল সদরে জয়ে বড় প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ-বিএনপি। পৌর এলাকায় উন্নয়ন হলেও, প্রান্তিক অন্ধকারে থাকায় সেখানকার ভোটারদের মন জয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছেন মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, আগামী নির্বাচনে প্রার্থী নয় জয় নির্ধারণ করবে দলীয় প্রতীক।
১৯৭৩ সালের ৭ই মার্চ দেশের প্রথম নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে জয় পেয়েছিল আওয়ামী লীগ। তবে পরের ৮ নির্বাচনের দুটিতে জাতীয় পার্টি ও ৬টিতে জয় পায় বিএনপি। ২০১৪-র নির্বাচনে আবারও সংসদ সদস্য পায় আওয়ামী লীগ।
এবার এই আসনে নৌকা মার্কায় লড়তে ক্ষমতাসীন দলে আছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। পরিস্থিতি অনুকূল হলে ভোটে দাঁড়াতে পারেন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল হাসানাত অবদুল্লাহ। তবে তৃণমূল নেতারা বলছেন, এবিষয়ে কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তই মেনে নেবেন তারা।
এদিকে একক প্রার্থী নিয়ে এই আসনে স্বস্তিতে আছে বিএনপি। সবকিছু ঠিক থাকলে ধানের শীর্ষে ভোটে লড়ছেন মজিবর রহমান সরওয়ার। তার অভিযোগ, সিটি নির্বাচনে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি আওয়ামী লীগ। আর এনিয়ে ভোটারদের ক্ষোভের কথা সামনে এনে একে শক্তিতে পরিণত করার প্রত্যয় জানাচ্ছেন তিনি।
তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বরিশাল সদর আসনের নির্বাচন নিয়ে স্থানীয় পর্যবেক্ষকদের আছে ভিন্নমত। এখানকার ভোটের খতিয়ান তুলে ধরে তারা বলছেন, নির্বাচন অবাধ হলে ফল নির্ধারণে গুরুত্ব পাবে প্রতীক, প্রার্থী নয়।
বরিশাল সদর আসনে এবার ভোটার ৩ লাখ ৯৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে নতুন ভোটার ৫৪ হাজার ৯শ ৬০।
সোনালীনিউজ/ঢাকা/আকন