ঢাকা: সিনিয়র নেতাদের সামনে রেখে আন্দোলন কর্মসূচি দেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যাকে-তাকে দিয়ে তাড়াহুড়ো করে কর্মসূচি দিলে সুফল পাওয়া যাবে না। আর কর্মসূচি সফল না হলে বেগম জিয়ার মুক্তিও মিলবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
জাফরুল্লাহ বলেন, প্রতিদিন মিছিল করেন, প্রতিদিন ট্রাক মিছিল করেন। ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে যেন আপনাদের চেহারা দেখা যায়। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আর প্রেসক্লাবের ভেতরে গরম গরম হাতি ঘোড়া আর মাইরেন না।
তারেক জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাড়াহুড়ো কইরেন না। সরাসরি মিটিং ডাকেন। মওদুদ, মোশাররফ, হাফিজ, এদের সামনে রেখে মিটিং ডাকেন। তাহলে আন্দোলন গড়ে উঠবে। না হলে খালেদা জিয়া সহজে বের হতে পারবেন না।
সোনালীনিউজ/ঢাকা/আকন